বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। পাঠকদের আইনি পরামর্শ দেন প্রথম আলোর ক্রোড়পত্র নকশার ‘পাঠকের উকিল’ বিভাগে। দেশ-বিদেশের নানা জায়গায় ঘুরতে যান নিয়মিত। গান শুনতে ভালোবাসেন


নাহিদ মাহতাব পছন্দ করেন নানা ধরনের চিত্রকলা। বাসার বিভিন্ন ঘরের দেয়াল দেখে তা বোঝাও গেল। পারিবারিক বা আত্মীয়স্বজনের কোনো অনুষ্ঠান থাকলে সেখানে যেতে পছন্দ করেন। এসব দাওয়াতে গেলে পরেন জমকালো শাড়ি। শাড়ির সঙ্গে ব্লাউজটাকে অনেক গুরুত্ব দেন। ভালো সেলাই ও নকশার জন্য সেরা কারিগরের কাছে ছোটেন ব্লাউজ বানাতে। দাওয়াতে বদলে যায় তাঁর সাজগোজও। চোখে আইলাইনার, আইশ্যাডো দেন। মুখে ফাউন্ডেশন দেন, ঠোঁট রাঙান লিপস্টিকে। কপালে পরেন টিপ। একহাতে নিয়মিত ঘড়ি পরেন। টপ-জাতীয় কানের দুল পরতে ভালোবাসেন এই আইনজীবী। এই সময়ে চশমা ছাড়াই দেখা যায় তাঁকে।
নানা ধরনের জুতা-স্যান্ডেলের সংগ্রহ আছে নাহিদ মাহতাবের। নিজের হাতে বাসার অনেক বাজার করেন আশপাশের সুপারশপে। তখন সালোয়ার-কামিজ পরেন। এ ছাড়া বাসায় ফতুয়ার সঙ্গে আরামদায়ক কোনো পাজামা বেছে নেন। মন ভালো রাখতে মুঠোফোনের সঙ্গে ইয়ারফোন জুড়ে দিয়ে হারিয়ে যান সংগীতের মূর্ছনায়। নানা ধরনের চলচ্চিত্র দেখেন। প্রতিদিন নির্ধারিত একটা সময় কাটে স্বামী-সন্তানদের সঙ্গে। তাঁর ছোট মেয়ে শ্রেয়া পড়াশোনা করছে যুক্তরাজ্যে। স্বামী এইচ এম মাহতাব ব্যবসায়ী। বড় মেয়ে নেহা পড়াশোনা শেষ করে যোগ দিয়েছেন বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে। কাজের ফাঁকে সময় পেলেই নাহিদ মাহতাব বেরিয়ে পড়েন ঘুরতে। প্রতিবছর তিন থেকে চারবার দেশের বাইরে ঘুরতে যান। একসময় নিয়মিত জিমে যেতেন, তবে আজকাল ঘরে বসেই ইয়োগা করছেন। প্রতি রাতে ঘুমানোর আগে ২০ থেকে ৩০ মিনিট ইয়োগা করেন। নাহিদ মাহতাব মনে করেন, নিজেকে সুস্থ রাখতে খাবার গ্রহণ ও শরীরের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই।



............................................
............................................
ফিজিওথেরাপি সম্পর্কিত যে কোন সেবার জন্য যোগাযোগ করুন ... 01977691052
............................................
সেবা সমূহ
*কোমর ব্যথা
*ঘাড় ব্যথা
*হাটু ব্যথা
*বাত ব্যথা
*মুখ বেকে যাওয়া
*প্যারালাইসিস চিকিৎসা কেন্দ্র
Address
Plot-19; Road-113/A; Gulshan-2; Dhaka; Bangladesh,Cell-01977691052
No comments:
Post a Comment