Sunday, 18 January 2015

দেহের কোন স্থানে পুড়ে গেলে যা করবেন




রান্না করবেন অথচ একবারও হাত পুড়িয়ে ফেলবেন না, তা কি হয়? কথাটি কিন্তু মজা করে বলা হয়নি। বাস্তবেও কেউ না কেউ রান্না করতে গিয়ে জীবনে একবার হলেও হাত পুড়িয়ে ফেলেছেন। সামান্য পুড়ে যাওয়া থেকেই বড় কোন সমস্যা হতে পারে। তাই চলুন জেনে নেয়া যাক কীভাবে এই সমস্যার সমাধান করবেন ঘরে বসেই।
১। দেহের পুড়ে যাওয়া অংশে ১০-১৫ মিনিট পর্যন্ত পানি ব্যবহার করুন। খেয়াল রাখুন ব্যবহার করা পানি যেন খুব ঠাণ্ডা না হয়। তাছাড়া অনেকেই হাত-পা পুড়ে গেলে সেখানে বরফ ম্যাসেজ করতে থাকেন। এটি সম্পূর্ণ ভুল কাজ। কারণ এই কাজটির জন্য পুড়ে burn যাওয়া অংশে অবস্থিত টিস্যু নষ্ট হয়ে যেতে পারে।
২। একটি পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো তোয়ালে দিয়ে পুড়ে যাওয়া স্থান টি ধীরে ধীরে মুছুন।
৩। পোড়া স্থানে অ্যালভেরা জেল লাগিয়ে নিন।
৪। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে অথবা পরিষ্কার কোন ন্যাপকিন দিয়ে পুড়ে যাওয়া স্থানটি ঢেকে ফেলুন পুরো এক দিনের জন্য। কিন্তু খেয়াল রাখবেন যেন পোড়া অংশে যেন কোন চাপ না লাগে। আর ড্রেসিং করার জন্য তুলো ব্যবহার করবেন কারণ এতে পোড়া অংশে ঘষা লাগতে পারে ও কোন আঠালো ধরণের ব্যান্ডেজ ব্যবহার করবেন না।
৫। ব্যান্ডেজ খুলে ফেলার পর পোড়া অংশে আপনি অ্যালভেরা, মধু কিংবা কলার পেস্ট ব্যবহার করতে পারেন পোড়া অংশের ক্ষত দ্রুত সারিয়ে তোলার জন্য।
৬। আপনার হাতের পোড়া burn অংশে খুব ভাল করে লক্ষ করুন যে ফুলে ফোসকা পড়েছে কিনা, ইনফেকশন কিংবা ক্ষত স্থানে লাল হয়ে আছে কিনা। এমন কোন সমস্যা দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।
জরুরি বিষয়
কখনো দেহের কোন পোড়া অংশে বাটার ব্যবহার করবেন না। কারণ অনেকেই আছেন যারা পুড়ে যাওয়া অংশে বাটার ব্যবহার করেন কিন্তু আসলে এটি পোড়া অংশের জন্য খুব ক্ষতিকর, এর কারণে ক্ষত স্থানে ইনফেকশন দেখা দিতে পারে ও চামড়ার টিস্যু নষ্ট করে দিতে পারে।

............................................
............................................
ফিজিওথেরাপি সম্পর্কিত যে কোন সেবার জন্য যোগাযোগ করুন ... 01977691052
............................................
সেবা সমূহ
*কোমর ব্যথা
*ঘাড় ব্যথা
*হাটু ব্যথা
*বাত ব্যথা
*মুখ বেকে যাওয়া
*প্যারালাইসিস চিকিৎসা কেন্দ্র
Address

Plot-19; Road-113/A; Gulshan-2; Dhaka; Bangladesh,Cell-01977691052

No comments:

Post a Comment